রহমত নিউজ 26 February, 2025 06:49 PM
রমজানের শুরুতে রাজধানীর আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসা-মসজিদে নফল ইতিকাফ করবেন আওলাদে রাসুল মাওলানা মাহমুদ আসআদ মাদানী।
আগামী ২ মার্চ তিনি বাংলাদেশে আসবেন বলে জানা যায়।
আওলাদে রাসুল সাইয়েদ মাহমুদ আসআদ মাদানী ভারতের দারুল উলুম দেওবন্দ শুরা সদস্য ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি।
আফতাবনগর মাদরাসার মুফতী মোহাম্মদ আলী জানান, মাওলানা মাহমুদ আসআদ মাদানী নিজে ইসলাহি আমল, তালিম ও বয়ান করবেন।
দেশের আলেম-উলামা ও সাধারণ মুসল্লিদের ইতেকাফে অংশ গ্রহণের আহ্বান জানান তিনি।